সম্পত্তিতে অশান্তি, জখম একই পরিবারের তিন
বাড়ির দখল নিয়ে দিদি ও ভাইয়ের সংঘর্ষে আহত ৩ জন। বর্তমানে তাঁরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার রবীন্দ্রভবন এলাকায়। এই ঘটনায় দুপক্ষ তরফ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আক্রান্তরা হলেন কাঞ্চন অধিকারী, ভাই কানাই মণ্ডল ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা মণ্ডল। আক্রান্ত কাঞ্চন অধিকারীর অভিযোগ, তাঁর ভাই কানাই মণ্ডল, মা অঞ্জলি মণ্ডলকে বাড়ির দখল নিতে মারধর করছিল। এই ঘটনার প্রতিবাদ করতেই ভাই তাঁকে বেধড়ক মারধর করে। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। অন্যদিকে, কানাই মণ্ডলের অভিযোগ, মায়ের অনুমতি নিয়েই রাজমিস্ত্রিকে কাজে লাগিয়ে ঘর তৈরি করছিল সে। এতেই দিদি তাঁকে এবং তাঁর স্ত্রী মারধর করে।
ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios