স্ত্রীকে গলা টিপে খুন, অভিযুক্ত স্বামী সহ সাতজন
স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ উঠল ইংরেজবাজারের গোপীটোলা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সহ পরিবারের সাতজনের নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত গৃহবধূর নাম নাইরা বিবি (২০)। দেড় বছর আগে মিলকির আটগ্রামার বাসিন্দা নাইরা বিবির সাথে বিয়ে হয় গোপীটোলার বাসিন্দা সাফিকুল শেখের। সাফিকুল টাওয়ারের কাজ করে। জানা গিয়েছে, বিয়ের কিছু দিন পরে স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারে নাইরা। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার এই নিয়ে ফের তাঁদের মধ্যে বচসা হয়। অভিযোগ, সেই সময় সাফিকুল গলা টিপে স্ত্রীকে খুন করে। প্রমাণ লোপাট করতে ওড়না জড়িয়ে স্ত্রীর মৃতদেহ ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়।
মৃতের পরিবারের দাবি, ঘটনার পর থেকেই পলাতক সাফিকুল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments