top of page

বাজারে ভিড় কমাতে পিপিই কিট পরে নজরদারি চালাবে প্রশাসন

পুজো যত এগিয়ে আসছে, জেলায় করোনা সংক্রমণও যেন পাল্লা দিয়ে বাড়ছে৷ এই অবস্থায় শহর ও গ্রামের বিভিন্ন বাজার, শপিং মলগুলিতে মানুষের ভিড় যেভাবে উপচে পড়ছে, তা উদ্বেগজনক৷ করোনার ওষুধ কবে বাজারে আসবে, তা এখনও বলা সম্ভব নয়৷ তাই সংক্রমণ রুখতে একটি বড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ভিড় বাজারে স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্তারা পিপিই কিট পরে বিভিন্ন জায়গায় নজরদারি চালাবেন৷ প্রয়োজন বুঝে ক্রেতাদের ধরে ধরে করোনা টেস্ট করানো হবে৷ কারোর লালারসের নমুনা পজিটিভ হলে বাজার থেকেই তাকে পাঠানো হবে সেফ হোমে৷


administration monitor market to reduce the crowd
ভিড় বাজারে স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্তারা পিপিই কিট পরে বিভিন্ন জায়গায় নজরদারি চালাবেন। প্রতীকী ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নির্দেশিকা কার্যকর করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া ভিড় কমানোর আর কোনও বিকল্প পথ নেই৷ আজ মালদায় জেলা প্রশাসনিক কর্তা, পুলিশ ও শতাধিক পুজো কমিটির সঙ্গে আলোচনার পর একথা জানালেন কোভিড ১৯ মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়৷ বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখার্জি, সহকারি অধ্যক্ষ অমিত দাঁ সহ আরও অনেকে৷




সুশান্তবাবু বলেন, করোনা মোকাবিলায় মানুষকেই সতর্ক এবং সচেতন হতে হবে৷ তা না হলে এই সংক্রমণ থেকে রেহাই পাওয়া মুশকিল৷ পুলিশ, প্রশাসন, সংবাদমাধ্যম, স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীরা রাতদিন এক করে কাজ করে যাচ্ছেন৷ তাঁরা এই ভাইরাসে আক্রান্তও হচ্ছেন৷ কিন্তু মানুষকে বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও তাঁরা কাজ করে যাচ্ছেন৷ তাই মানুষকেও তাঁদের সহযোগিতা করতে হবে৷ এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো৷ করোনা আবহে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী পুজো নিয়ে কিছু নির্দেশিকা জারি করেছেন৷


administration monitor market to reduce the crowd
আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নির্দেশিকা কার্যকর করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে

উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায় আরও বলেন,


আজ বৈঠকে আমরাও পুজো কমিটিগুলিকে জানিয়ে দিয়েছি, অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে বাড়ি বাড়ি কুপন বিলি করতে হবে৷ ২০ জনের বেশি মানুষ একসঙ্গে অঞ্জলি দিতে পারবে না৷ পুজো উদ্যোক্তাদেরই বাড়ি বাড়ি ভোগ বিলি করতে হবে৷ কোনো মণ্ডপে ভিড় করা যাবে না৷ প্রতিটি মণ্ডপের তিনদিক খোলা রাখতে হবে৷ মাস্ক ছাড়া মণ্ডপে কাউকে ঢুকতে দেওয়া যাবে না৷ মণ্ডপে স্যানিটাইজার ব্যবস্থা রাখা বাধ্যতামূলক৷ এসব নির্দেশিকা না মানলে পুলিশ ও প্রশাসনের তরফে পুজো কমিটিগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


টপিকঃ #CoronaVirus

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page