নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই বন্ধুর
- আমাদের মালদা ডিজিট্যাল

- May 1
- 1 min read
নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই বন্ধুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের কসবা গ্রামে৷ ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷
মৃত দুই কিশোরের নাম ইমরান সবজি (১৩) ও শেখ বাপি (১৫)৷ দু’জনেরই বাড়ি কসবা গ্রামে। ইমরান নবম শ্রেণিতে পড়ে৷ বাপি এবার মাধ্যমিক দেবে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটো থেকেই দু’জনের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক। বৃহস্পতিবার দুপুরে দুই বন্ধু কালিন্দ্রী নদীতে স্নান করতে যায়। হঠাৎ স্থানীয় বাসিন্দারা দুজনকেই তলিয়ে যেতে লক্ষ্য করেন। তড়িঘড়ি নদীতে নেমে দুই বন্ধুর খোঁজ শুরু করেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর দু’জনকে উদ্ধার করে পাড়ে তোলা হয়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হল কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা শেখ সোহেল জানান, দুই বন্ধু বেলা সাড়ে ১১টার দিকে নদীতে স্নান করতে যায়৷ স্নান করতে করতে এরা নদীতে তলিয়ে যেতে থাকে৷ বাঁচার জন্য দু’জনেই চিৎকার শুরু করে৷ চিৎকার শুনতে পেয়েই স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করতে জলে নেমে পড়েন৷ ততক্ষণে ওরা ডুবে গিয়েছে৷ কিছুক্ষণ পর ওদের জল থেকে তোলা হয়৷ তড়িঘড়ি ওদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।
রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে এই ঘটনায় আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments