Search
হাইড্রেন থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় দেহ, চাঞ্চল্য শহরে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 22, 2022
- 1 min read
হাইড্রেন থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
আজ সকাল ১১টা নাগাদ মালদা শহরের আইটিআই মোড় সংলগ্ন এলাকার হাইড্রেনে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এখনও পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, নেশার ঘোরে হাইড্রেনে পড়ে সম্ভবত মৃত্যু হয়েছে ওই যুবকের।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

[ আরও খবরঃ ৩ দিন পর পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments