৩ দিন পর পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ
তিনদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হল বৃদ্ধের মৃতদেহ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা পুরসভার সারদা কলোনি এলাকায়।
মৃত বৃদ্ধের নাম নৃপেন ঘোষ (৬১)৷ বাড়ি সারদা কলোনির নীচপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে নৃপেনবাবুর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ আজ সকালে বাড়ির পিছনের পুকুর থেকে নৃপেনবাবুর মৃতদেহ উদ্ধার হয়৷ খবর পেয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মালদা থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নৃপেনবাবুর মদ্যপানের নেশা ছিল৷ বৃহস্পতিবারও তিনি মদ্যপান করেছিলেন৷ নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের লোকদের সঙ্গে ঝামেলা করে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন তিনি। সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কোনোভাবে পুকুর পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর।
[ আরও খবরঃ ৩০ হাজার ইয়াবা সহ এসটিএফের জালে ৪ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments