পিপিপি মডেলে হৃদরোগের হাসপাতাল তৈরি করছে পুরসভা
হৃদরোগের চিকিৎসার জন্য মালদা শহরে হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইংরেজবাজার পুরসভা৷ পুরসভার নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসদনে এই হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ হাসপাতাল তৈরির জন্য মালদা শহরের একটি নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে পুর কর্তৃপক্ষ।
ইতিমধ্যে বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়েছে৷ প্রস্তাব পাশ হয়েছে চেয়ারম্যান ইন কাউন্সিলের সভাতেও৷ বর্তমানে একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে পুর কর্তৃপক্ষ৷ সব কিছু ঠিক থাকলে দ্রুত এই হাসপাতাল তৈরি করা হবে বলে জানা গিয়েছে৷ এখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা নিতে পারবেন গরিব মানুষজন৷ নতুন এই হৃদরোগের হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরের বিবেকানন্দ পল্লি এলাকায় থাকা পুরসভার নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসদনে৷
পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি জানান,
মালদার পাশাপাশি দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদেও হৃদরোগের কোনও হাসপাতাল নেই৷ চিকিৎসকদের মতে হার্ট অ্যাটাকের পর এক ঘণ্টার মধ্যে রোগীর চিকিৎসা শুরু করা সবচেয়ে ভালো। কিন্তু এখানে কারো হার্ট অ্যাটাক হলে কিছুই করার নেই। তাই পুরসভার পক্ষ থেকে একটি হৃদরোগের হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিপিপি মডেলে সেই হাসপাতাল তৈরি করা হবে৷ এই হাসপাতাল তৈরির জন্য মাতৃসদনের দুটি তল চিহ্নিত করা হয়েছে৷ এই হাসপাতাল তৈরি হলে হার্ট অ্যাটাক থেকে মৃত্যুর সংখ্যা কমানো যাবে।
[ আরও খবরঃ সিনে অ্যাওয়ার্ডে পুরস্কৃত মালদার ফিল্ম ‘ছিয়াত্তর’ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント