প্রবীণদের জন্য ইংরেজবাজারে অফিস দিল পুরসভা
বিশ্ব প্রবীণ নাগরিক দিবস পালন করা হল ইংরেজবাজার পুরসভার উদ্যোগে। আজ কোঠাবাড়ি এলাকায় মহানন্দা শিশু উদ্যানে প্রবীণ নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন ফোরাম অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দুলাল সরকার। পাশাপাশি এদিন বিশ্ব প্রবীণ নাগরিক দিবস উপলক্ষ্যে প্রবীণদের সংবর্ধনা দেওয়া হয়।
দুলাল সরকার বলেন, বিশ্ব প্রবীণ নাগরিক দিবসে পুরসভার পক্ষ থেকে মহানন্দা পার্কে প্রবীণদের জন্য একটি অফিসঘর করে দেওয়া হল। আজ থেকে মালদা সিনিয়র সিটিজেন ফোরামের সদস্যরা এই ঘর থেকে সমস্ত কাজকর্ম চালাবেন। আগামীকে আমরা এই সংস্থার হাতে একটি অ্যাম্বুলেন্স ও একটি শববাহী গাড়ি তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments