শর্ট সার্কিট থেকে তুলার গোডাউনে আগুন, চাঞ্চল্য
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 22, 2022
- 1 min read
শর্টসার্কিট থেকে তুলার গোডাউনে আগুন। দমকলের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের আন্ধারুপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে মালদা শহরের আন্ধারুপাড়া এলাকায় একটি তুলার গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। প্রাথমিকভাবে ওই গোডাউনের মালিকের অনুমান, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনায়। আগুনে প্রায় ৫০-৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
[ আরও খবরঃ হাইড্রেন থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় দেহ, চাঞ্চল্য শহরে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments