top of page

প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য ইংরেজবাজারে

প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজারে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


মৃত প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের নাম মনোজ সরকার (৩৩)৷ বাড়ি ইংরেজবাজার থানার সাট্টারি গ্রামে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোজ ইংরেজবাজার থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত ছিলেন। তবে বছর খানেক ধরে তিনি ডিউটিতে যেতেন না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে জেঠুর ছেলের সঙ্গে বিবাদ চলছিল মনোজের। এনিয়ে তিনি জেঠুর ছেলেকে হুমকিও দেন। এরপরই তাঁর নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকেই ডিউটিতে যেতেন না মনোজ। গতকাল রাতে শোওয়ার ঘর থেকে মনোজের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।মনোজের পরিবারের লোকজন জানান, পাশের বাড়ির সঙ্গে জায়গা নিয়ে ঝামেলা চলছিল৷ ছেলে ইংরেজবাজার থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করত৷ কাজ চলে যাওয়ার পর হাতে টাকাপয়সা না থাকায় মানসিক অবসাদে ভুগছিল মনোজ। এদিকে, জমি বিবাদের জেরে মনোজকে কয়েকদিন আগে মারধরও করা হয়। অবশেষে গতকাল রাতে আত্মহত্যার পথ বেছে নেয় মনোজ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page