স্নান করতে গিয়ে পুকুর থেকে মিলল মৃতদেহ, চাঞ্চল্য হবিবপুরে
পুকুরে স্নান করতে গিয়েছিলেন মহিলা। হঠাৎ পায়ে কিছু লাগায় ভয়ে পেয়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করতেই পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুরে।
মৃত ব্যক্তির নাম মৃনুলাল লোহার। বাড়ি হবিবপুরের শ্রীরামপুর গ্রামপঞ্চায়েতের কলাইবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যান এক মহিলা। সেই সময় হঠাৎ তাঁর পায়ে কিছু লাগে। ভয়ে জল থেকে উঠে চলে আসেন তিনি। খবর দেন স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা জলে নেমে খোঁজ শুরু করে প্রায় ২০ মিনিট পর উদ্ধার হয় একটি মৃতদেহ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায় হবিবপুর থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, মৃনুলাল মৃগীরোগে আক্রান্ত ছিলেন। হয়তো তিনি জলে নামার পর রোগের প্রভাব দেখা যায়। সেই সময় জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments