ভোররাতে শেয়াল দলের হামলা, আহত ৫
হঠাৎ ভোররাতে শেয়ালের হামলা। শেয়ালের হামলায় গুরুতর আহত হন পাঁচজন গ্রামবাসী। এরপরে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে শেয়ালের দলের পেছনে ধাওয়া করে গ্রাম থেকে দূরে সরিয়ে দেয়। আক্রান্তরা বর্তমানে ভালুকা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সকালে গ্রামের লোকজন কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ সেই সময় এক দল শেয়াল গ্রামে ঢুকে হামলা চালায়। আক্রান্ত এক গ্রামবাসী বিশু রাম জানান, আজ সকালে বাবার সঙ্গে তিনি গোরুদের খাবার দিচ্ছিলেন। সেই সময় বেশ কয়েকটি শেয়াল বাড়িতে ঢুকে তাঁর বাবার উপর হামলা চালায়। বাবাকে বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হন। বাবার চোখের উপর শিয়ালের কামড় দিয়েছে। তাঁর দুটো আঙুলে শেয়াল আঁচড়ে দিয়েছে। শেয়ার হামলায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন।
[ আরও খবরঃ মানিকচকে আগ্নেয়াস্ত্র সহ আটক ব্যক্তি ]
ভালুকা গ্রামপঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি চন্দন সাহা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসেছেন। শেয়ালের হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। বন দফতরেও বিষয়টি জানানো হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments