মানিকচকে আগ্নেয়াস্ত্র সহ আটক ব্যক্তি
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
মানিকচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে এনায়েতপুর এলাকা থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ধৃত ব্যক্তির নাম আনন্দ মণ্ডল। বাড়ি মানিকচকের সোনাপুর এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি ওই এলাকায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কাউকে সরবরাহ করতে এসেছিল। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ মাদক কাণ্ডের ৩৭ লক্ষ টাকা উদ্ধার মালদায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments