মাদক কাণ্ডের ৩৭ লক্ষ টাকা উদ্ধার মালদায়
মাদক কাণ্ডের ৩৭ লক্ষ টাকা উদ্ধার করল এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের গঙ্গা নারায়ণপুর এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে।
এসটিএফ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ টাকার সঙ্গে সরাসরি যোগ রয়েছে মাদক কারবারের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালিয়াচক থানার মোজমপুর এলাকা থেকে মাদক সহ রয়েল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিআইডি। এই বিপুল পরিমাণ টাকা রয়েল শেখের বলে এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments