top of page

তিন বছর পরে নারকোটিক ব্যুরোর হাতে গ্রেফতার জামাল

শেষ পর্যন্ত নারকোটিক ব্যুরোর হাতে ধরা পড়তে হল জামাল শেখকে। পুলিশের হাত থেকে বাঁচতে গত তিন বছর লুকিয়ে থাকলেও বৃহস্পতিবার ভোরে তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে নারকোটিক ব্যুরো। ধৃত জামালকে এদিনই জেলা আদালতে পেশ করেছেন নারকোটিক ব্যুরোর আধিকারিকরা৷


বৈষ্ণবনগরের নয়নঘাটা গ্রামের বাসিন্দা জামাল শেখ। বয়স ৩৫ বছর৷ বেআইনি মাদক চাষের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ সূত্রে জানা গিয়েছে, ২০১৫-১৬ কৃষি বছরে বৈষ্ণবনগর থানার দেওনাপুর সংলগ্ন চৌধুরিপাড়া গ্রামে কয়েক বিঘা জমিতে সে পোস্ত চাষ করেছিল৷ শুধু চাষই নয়, আফিম পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে৷ সেই বছর পুলিশ ও নারকোটিক বিভাগ বেআইনি পোস্ত চাষের সন্ধান পেয়ে ওই ফসল নষ্ট করে দেয়৷ কিন্তু সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় জামাল৷ তারপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি৷ অবশেষে গোপন সূত্রে নারকোটিক বিভাগের কর্তারা জানতে পারেন, সম্প্রতি বাড়ি ফিরে এসেছে জামাল৷ বাড়িতেই রয়েছে সে৷ খবর পেয়েই এদিন ভোরে তার বাড়িতে হানা দেন নারকোটিক ব্যুরোর আধিকারিকরা৷ ধরা পড়ে যায় জামাল৷ এদিনই তাকে জেলা আদালতে পেশ করা হয়েছে৷

আদালত সূত্রে জানা গিয়েছে, এনডিপিএস অ্যাক্টে দায়ের হওয়া ৩৬/২০১৫ কেস নম্বরের ভিত্তিতে জামাল শেখকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page