Search
স্যানিটাইজেশন শেষে খুলল ডিআরএম বিল্ডিং, চালু স্বাভাবিক কাজকর্ম
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 10, 2020
- 1 min read
Updated: Aug 7, 2020
রেল কর্তৃপক্ষ পুরো ভবন স্যানিটাইজ করিয়ে ফের কাজ শুরু করেছে।
গত পরশু এক রেলকর্মী ও তাঁর স্ত্রীর লালারসের নমুনায় করোনায় সন্ধান মিলেছিল। রেলকর্মীর করোনায় সংক্রামিত হওয়ার ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয়েছিল ডিআরএম বিল্ডিং। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ১৪ দিন বন্ধ থাকতে পারে ডিআরএম বিল্ডিং। তবে রেল কর্তৃপক্ষ পুরো ভবন স্যানিটাইজ করিয়ে ফের কাজ শুরু করেছে। আজ থেকে যথারীতি কাজ শুরু হয়েছে ডিআরএম ভবনে।
গত ৮ জুলাই করোনা সংক্রমণ মেলে এক রেলকর্মী ও তাঁর স্ত্রীর লালারসের নমুনাতে৷ ওই কর্মী কমার্শিয়াল বিভাগের কর্মী৷ এরপর প্রথমে কমার্শিয়াল বিভাগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, আগামী ১৪ দিনের জন্য ওই কমার্শিয়াল বিভাগ বন্ধ থাকবে৷
টপিকঃ #CoronaVirus
Comments