স্যানিটাইজেশন শেষে খুলল ডিআরএম বিল্ডিং, চালু স্বাভাবিক কাজকর্ম
top of page

স্যানিটাইজেশন শেষে খুলল ডিআরএম বিল্ডিং, চালু স্বাভাবিক কাজকর্ম

রেল কর্তৃপক্ষ পুরো ভবন স্যানিটাইজ করিয়ে ফের কাজ শুরু করেছে।


DRM Malda Building

গত পরশু এক রেলকর্মী ও তাঁর স্ত্রীর লালারসের নমুনায় করোনায় সন্ধান মিলেছিল। রেলকর্মীর করোনায় সংক্রামিত হওয়ার ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয়েছিল ডিআরএম বিল্ডিং। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ১৪ দিন বন্ধ থাকতে পারে ডিআরএম বিল্ডিং। তবে রেল কর্তৃপক্ষ পুরো ভবন স্যানিটাইজ করিয়ে ফের কাজ শুরু করেছে। আজ থেকে যথারীতি কাজ শুরু হয়েছে ডিআরএম ভবনে।




গত ৮ জুলাই করোনা সংক্রমণ মেলে এক রেলকর্মী ও তাঁর স্ত্রীর লালারসের নমুনাতে৷ ওই কর্মী কমার্শিয়াল বিভাগের কর্মী৷ এরপর প্রথমে কমার্শিয়াল বিভাগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, আগামী ১৪ দিনের জন্য ওই কমার্শিয়াল বিভাগ বন্ধ থাকবে৷


টপিকঃ #CoronaVirus

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page