জেটযাত্রা অব্যাহত করোনার, তবু মাস্কবিহীন মানুষ রাস্তায়
top of page

জেটযাত্রা অব্যাহত করোনার, তবু মাস্কবিহীন মানুষ রাস্তায়

মালদা জেলায় করোনার জেটযাত্রা অব্যাহত৷ গত ৪৮ ঘণ্টায় নতুন সংক্রামিত ৮৯ জন৷ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে ৪৫ জনের শরীরে৷ ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে জারি রয়েছে লকডাউন৷ তবে এই মুহূর্তে করোনার গোষ্ঠী সংক্রমণের রাশ ধরা যে দুরূহ, তা স্বীকার করে নিচ্ছে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন৷ যদিও সরকারিভাবে সেকথা প্রকাশ করতে পারছেন না কোনও কর্তা৷


corona-virus-updates-july-10

গতকালই জানা গিয়েছিল, তৃতীয় দফার লালারসের নমুনা পরীক্ষাতেও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের৷ সংক্রামিত হয়েছেন তাঁর মেয়েও৷ সংক্রমণ ছড়ানোর খবর মিলেছিল রতুয়ার বাহারাল এলাকার তৃণমূল নেতা শেখ ইয়াসিনের৷ তাঁর করোনা সংক্রমণের খবর আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়৷ কারণ, গত মঙ্গলবারও তিনি শতাধিক কর্মী-সমর্থক নিয়ে এলাকায় দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন৷ ফলে তাঁর মাধ্যমে কতজনের শরীরে সংক্রমণ ছড়িয়েছে, তার হদিস পেতে ঘাম বেরিয়েছে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের৷ আজ সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই জেলার ৪৫ জনের লালারসের নমুনায় সংক্রমণ ধরা পড়েছে৷ এই মুহূর্তে সংক্রামিতদের নামের তালিকা তৈরি করছে জেলা স্বাস্থ্য দফতর৷ ফলে এর মধ্যে ক’জন সমাজের উঁচুস্তরের রয়েছেন, তা এখনও জানা যায়নি৷




এদিকে সংক্রমণ মোকাবিলায় জেলার দুই পুর এলাকা এবং কালিয়াচক-১ ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় জারি করা হয়েছে কঠোর লকডাউন৷ সকাল ১১টার পরেই রাস্তায় নেমে পড়ছেন পুলিশ আধিকারিকরা৷ অকারণে জটলা, নির্দিষ্ট সময়ের পর ব্যবসা চালু রাখা, মাস্কবিহীন মানুষ দেখলেই ব্যবস্থা নিচ্ছেন পুলিশকর্মীরা৷ কিন্তু তারপরেও অনেক মানুষের মধ্যে এই মহামারী নিয়ে সচেতনতার অভাব দেখা যাচ্ছে৷ এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, সুস্থ হয়েছেন ৬৬১ জন সংক্রমিত। যদিও গতকাল কোনও আক্রান্তের সুস্থ হয়ে উঠার খবর নেই। জেলায় এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৩৫ জন।



টপিকঃ #CoronaVirus

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page