প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি, ক্যামেরার ধরা পড়ল চোরের কীর্তি
top of page

প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি, ক্যামেরার ধরা পড়ল চোরের কীর্তি

সাত সকালে মন্দিরে এসে প্রণামী বাক্স দেখে মাথায় হাত পুরোহিতের। ক্লোজ সার্কিট ক্যামেরা দেখতেই পুরো বিষয়টি সামনে এল। কীভাবে প্রণামী বাক্স ফাঁকা হল তা বুঝতে পারলেন স্থানীয় বাসিন্দারা। পরে চাঁচল থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়।


donation-box-broke-money-stolen-camera-caught-thief
সকালে মন্দিরের পুরোহিত এসে দেখেন প্রণামী বাক্স ভাঙা

সম্প্রতি চাঁচলের পাহাড়পুরে নির্মিত হয়েছে রাধাকৃষ্ণের একটি মন্দির। সেই মন্দিরের বাইরে ভক্তদের জন্য রাখা হয়েছে প্রণামী বাক্স। ভক্তরা মন্দির পুজো সেরে সেই প্রণামী বাক্সে দক্ষিণা দেন। আজ সকালে মন্দিরের পুরোহিত এসে দেখেন প্রণামী বাক্স ভাঙা। উধাও সমস্ত টাকা পয়সা। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান পুরোহিত। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক যুবক প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়েছে। পরে মন্দির কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ জানানো হয়।


মন্দির কমিটির সহ-সভাপতি হরিগোপাল দাস বলেন,

"মন্দিরের সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা গেল একজন দুষ্কৃতী মন্দিরের দান বাক্স ভেঙে সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়েছে। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে"


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page