হঠাৎ ব্যথা, শিশুর গলা থেকে বেরোল প্লাস্টিকের বাঁশি
top of page

হঠাৎ ব্যথা, শিশুর গলা থেকে বেরোল প্লাস্টিকের বাঁশি

বিনা অপারেশনে গলা থেকে বাঁশি বের করে ফের সাফল্য পেল মালদা মেডিকেল কলেজের চিকিৎসকরা। বর্তমানে ওই শিশু সুস্থ রয়েছে। মেডিকেল কলেজের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছে ওই শিশুর পরিবার।


কালিয়াচক থানার পশ্চিম খাসচাঁদপুর গ্রামের ব্যবসায়ী কিসমত শেখ। স্ত্রী নুরানি বিবি গৃহবধূ৷ তাঁদের ছয় ছেলেমেয়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল তাঁদের ছোটো ছেলে আবদুল হামিদ (৬) শেখ চকলেট খেতে গিয়ে ভুল করে চকলেটের প্যাকেটে থাকা বাঁশি গিলে ফেলেছিল। বাঁশি গলায় আটকে যেতেই যন্ত্রণায় চিৎকার করতে থাকে হামিদ। পরিবারের লোকজন তড়িঘড়ি হামিদকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা হামিদকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেন। গতকাল রাতেই বিনা অপারেশনে হামিদের গলা থেকে প্লাস্টিকের বাঁশি বের করেন মালদা মেডিকেল কলেজের চিকিৎসকরা।


Doctors-removed-whistle-from-child-throat-no-surgery
বিনা অপারেশনে শিশুর গলা থেকে প্লাস্টিকের বাঁশি বের করেন চিকিৎসকরা

হামিদের মা নুরানি বিবি জানান, গতকাল বিকেলে তাঁর ছোটো ছেলে চকলেট খাচ্ছিল। সেই সময় ভুল করে চকলেটের প্যাকেটে থাকা বাঁশি খেয়ে ফেলে। রাতে মালদা মেডিকেল কলেজের চিকিৎসকরা ছেলের গলা থেকে বাঁশি বের করে। বিনা অপারেশনে ছেলের গলা থেকে বাঁশি বের করে দেওয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছেন তিনি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page