top of page

পঞ্চায়েতে বিরোধীদের বুথ ছাড়া করার হুমকি জেলা তৃণমূল সভাপতির

পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের বুথ ছাড়া করার হুমকি জেলা তৃণমূল সভাপতির। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পালটা কংগ্রেসের হুঁশিয়ারি তৃণমূলকে।


গতকাল মালতিপুর বিধানসভা কেন্দ্রের শ্রীপুরে তৃণমূলের একটি সভা ছিল৷ সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বকসি, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমূল হোসেন, আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। সেই মঞ্চ থেকে রহিম বকসি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যোগ্য জবাব দেবে৷ বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে রহিম সাহেব বলেন, বিরোধী কর্মীদের বুথ ছাড়া করবে তৃণমূল। প্রতিটি বুথে তৃণমূল কর্মীরা তৈরি। বিরোধীদের ক্ষমতা থাকলে বুথে ঢুকে দেখাক।


সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রহিম বকসি বলেন, শ্রীপুর হাই মাদ্রাসা নির্বাচনে সিপিএম-কংগ্রেসের সঙ্গে মাদ্রাসার টিআইসি একত্রিত হয়ে ভোটে কারচুপি করেছে৷ ৬০০ ভোট পড়লেও ব্যালট মিলেছে মাত্র ৪৫০। ভোটের পর সিপিএমের এক নেতা এলাকায় এসে যা ইচ্ছে বলেছেন। দিদির নির্দেশে তৃণমূল কর্মীরা চুপ করে বসে আছেন। তৃণমূলকে দুর্বল ভাবার ভুল করছে বিরোধীরা। তবে তৃণমূল কর্মীরা বেশিক্ষণ চুপ করে থাকবে না৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ওদের বুথে ঢুকতে দেবে না৷



প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহ সভাপতি আলবেরুণি জুলকারনাইন জানান, তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না৷ সন্ত্রাস করে, ভয় দেখিয়ে ভোটে জিততে চায়৷ গত পঞ্চায়েত নির্বাচনের মতো এখন থেকে সন্ত্রাস তৈরি করতে এমন মন্তব্য করছেন জেলা তৃণমূল সভাপতি। প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা চলছে৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূলকেই বুথ ও ঘরছাড়া করবে৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page