top of page

আইএনটিইউসির রথবাড়ির কার্যালয়ে ধুন্ধুমার

মালদা জেলা আইএনটিইউসির সভাপতি লক্ষ্মী গুহকে কার্যালয়েই মারধরের অভিযোগ উঠল প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে শনিবার দুপুরে ধুন্ধুমার বেঁধে যায় রথবাড়ি কার্যালয়ে। বর্তমান সভাপতি লক্ষ্মী গুহর অভিযোগ, তিনি অফিসে ছিলেন। সেই সময় প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলাম দলবল নিয়ে কার্যালয়ে ঢুকে তাকে মারধর করে, শ্লীলতাহানি করে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে পুলিশের দ্বারস্থ হতে চলেছেন তিনি। যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন আইএনটিইউসির প্রাক্তন জেলা সভাপতি।



উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আইএনটিইউসির জেলা সভাপতির পদ নিয়ে লক্ষ্মী গুহ ও কাজী নজরুল ইসলামের মধ্যে বিবাদ চলছিল। জেলা সভাপতির পদকে কেন্দ্র করেই এই ঘটনা বলে দাবি রাজনৈতিক মহলের।

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page