রেশন না পেয়ে কাঞ্চনটার গ্রামে অনাহারে কাটছে দিন
top of page

রেশন না পেয়ে কাঞ্চনটার গ্রামে অনাহারে কাটছে দিন

লকডাউনে কাজ হরিয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে রেশন সামগ্রী না পেয়ে রেশন ডিলার ও স্থানীয় রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে ইংরেজবাজারের যদুপুর ২ গ্রামপঞ্চায়েতের কাঞ্চনটারের গ্রামবাসীরা রেশন ডিলারের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।



গ্রামবাসীদের অভিযোগ, লকডাউনে তাঁরা সমস্যায় পড়েছেন। বন্ধ হয়ে গেছে কাজকর্ম। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বিনামূল্যে তাঁদের রেশন সামগ্রী দেওয়া হবে। কিন্তু তারপরও বিভিন্ন অজুহাত দেখিয়ে তাঁদের রেশন পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই পরিস্থিতিতে না খেয়েই তাঁদের দিন কাটাতে হচ্ছে। তাই তাঁরা রেশন ডিলারের কাছে রেশন সামগ্রীর দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছেন।

গ্রামবাসীদের আরও অভিযোগ, ভোট আসতেই নেতানেত্রীদের গ্রামে আসার হিড়িক পড়ে যায়। কিন্তু ভোট পেরোতেই আর দেখা মেলে না। তাঁদের এই সংকটজনক পরিস্থিতিতে কোনও নেতানেত্রী তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেননি।

রেশন ডিলার সঞ্জীব দাস বলেন, এলাকার কিছু গ্রাহকের রেশন কার্ড কিংবা কুপন না থাকায় তাঁরা রেশন সামগ্রী পাচ্ছেন না। বিষয়টি তিনি বিডিও এবং খাদ্য দফতরে জানিয়েছেন।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন


টপিকঃ #RationDealer #Lockdown

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page