ভাতা নয়, চাকরির দাবিতে বিক্ষোভ
ভাতা নয়, চাকরি চাই। এই শ্লোগান নিয়েই প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি। পরে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
আজ দুপুরে আইটিআই মোড় থেকে একটি মিছিল সারা মালদা শহর পরিক্রমা করে প্রশাসনিকভবনের সামনে এসে জমায়েত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের হাতে ছয় দফা দাবি সহ স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষে এক সদস্য জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যুবশ্রী থেকে সমস্ত সরকারি দফতরে গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ করা সহ মোট ছয় দফা দাবি নিয়ে তাঁরা জেলাশাসককে ডেপুটেশন দিলেন।
[ আরও খবরঃ নাম পরিবর্তন ডিএসএ স্টেডিয়ামের, ক্ষুব্ধ প্রশাসন! ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments