ভোট গণনার পরের দিনই মৃতদেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরে। ঘটনাস্থলে সাইকেল, পোশাক সহ তৃণমূলের দলীয় পতাকা পাওয়া গিয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, আজ দুপুরে স্থানীয় বাসিন্দারা মালদা শহরের আমবাজার সংলগ্ন পুকুরে একটি মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় পুলিশ। ঘটনাস্থলে সাইকেল, বস্তা, কিছু জামাকাপড় ছাড়াও একটি তৃণমূলের দলীয় পতাকা ছিল। স্থানীয় একাংশের অনুমান, ভোট পরবর্তী হিংসার কারণে খুনের ঘটনা হলেও হতে পারে।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments