বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোট পরবর্তী হিংসা মালদাতেও। হরিশ্চন্দ্রপুর ৪৬ বিধানসভার ২৩৩ নম্বর বুথ সভাপতি বাবু রবিদাসের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতেও আরও এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিজেপির।
বাবু রবিদাসের মা রেবতী রবিদাস জানান, "আমার ছেলে বিজেপির বুথ সভাপতি। আমি আর আমার মেয়ে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। তৃণমূলের ছেলেরা মিছিল করতে করতে আসছিল। ওরা আমাদের বাড়ি ভাঙচুর করতে শুরু করে। প্রতিবাদ করায় দুই-তিন জন মিলে আমাকে ধরে রাখে। তারপর আমার বাড়ি ঢুকে বাড়ি ভাঙচুর করে, ছেলের উপর হামলা চালায়।"
ঘটনাপ্রসঙ্গে বিজেপি মালদা জেলা সম্পাদক কিষান কেডিয়া বলেন, ভোটের গণনা শেষ হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। মানুষ পাঁচ বছরের জন্য আপনাদের এনেছে, বিজেপি কর্মীদের হামলা না করে মানুষের জন্য কাজ করুন।
তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, আগেও দেখা গিয়েছে বিজেপি কর্মীরা নিজেদের পার্টি অফিস ভাঙচুর করেছে। এগুলো বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। তৃণমূলের উপর মিথ্যা অভিযোগ করছে বিজেপি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments