অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর থানার কেন্দপুকুর ধানহাটি এলাকায়। মৃত ব্যক্তির এখনও পরিচয় জানা যায় নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে হবিবপুর থানার পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, গতকাল গভীর রাতে কেউ বা কারা এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে মেরে ধানহাটি এলাকায় প্রতিমার কাঠামোর উপর ঝুলিয়ে রাখে। সকালে প্রাতর্ভ্রমণকারীরা ওই মৃতদেহটি দেখতে পান। এখনও মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ পুজোর ‘নিউ নর্মালে’ পাট চুকেছে চাঁদার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios