জলের প্রবল তোড়ে তলিয়ে গেল টাঙন নদীর বাঁধ
গাজোলের মহাদেবপুরে টাঙন নদীর বাঁধের বেশ কিছুটা অংশ জলের প্রবল তোড়ে ভেঙে পড়েছে৷ সেই ভাঙা অংশ দিয়েই জল ঢুকতে শুরু করেছে৷ ইতিমধ্যে জলের তলায় চলে গিয়েছে ওই এলাকার বেশ কিছু চাষের জমি৷ গতকাল রাতেই বাঁধ পরিদর্শনে যান ব্লক ইঞ্জিনিয়ার৷ পরিস্থিতি মোকাবিলার সমস্তরকম চেষ্টা করা হচ্ছে বলে জানান বিডিও৷
গত পরশু টাঙনের জলের স্রোতে বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে যায়৷ বাঁধের ভাঙা অংশ দিয়ে ক্রমাগত জল প্রবেশ করতে শুরু করে আশেপাশের গ্রামগুলিতে৷ ভেসে যায় কৃষি জমি সহ বিভিন্ন এলাকা৷ ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করতে যান ব্লকের ইঞ্জিনিয়ার৷ তবে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি৷ গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বাঁধের ভাঙা অংশ দিয়ে নদীর জল ঢুকতে শুরু করেছে৷ নৌকায় চলাচল করছে এলাকার বাসিন্দারা। এরকম চলতে থাকলে অল্প সময়েই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে৷ বাঁধ ভেঙে যাওয়ায় চাষের কাজ বন্ধ রয়েছে৷ করোনা আবহে বন্যা দেখা দিলে তাঁদের সমস্যায় পড়তে হবে৷
গাজোল ব্লকের সহ কৃষি অধিকর্তা বিক্রান্ত সাহা জানান, গত তিনদিনে টাঙনের জলস্তর বেড়েছে প্রায় দুই মিটার৷ নদীবাঁধের ক্ষতিও হয়েছে বেশ কিছু এলাকায়৷ মহাদেবপুর এলাকায় বাঁধের কিছুটা অংশ জলের তোড়ে ভেঙে গেছে৷ তাতে চাষের বড়োসড়ো ক্ষতির আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি এলাকায়৷ পরিস্থিতি নিয়ে বিডিও’র সঙ্গে আলোচনা হয়েছে৷
বিডিও উষ্ণতা মোক্তান জানান, গতকালই বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন ব্লকের ইঞ্জিনিয়ার৷ তাঁর রিপোর্ট পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ আপাতত পরিস্থিতি মোকাবিলার সমস্তরকম চেষ্টা করা হচ্ছে৷
টপিকঃ #TanganRiver
ความคิดเห็น