top of page

মহাগুরুকে দেখতে আছড়ে পড়ল ভিড়, বিধিভঙ্গের নালিশ কমিশনে

বৈষ্ণবনগর বিধানসভার দলীয় প্রার্থীর সমর্থনে মহাগুরুর জনসভায় বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন জেলার মুখ্য নির্বাচনি আধিকারিক।


Crowd rushed to see Mahaguru in Baishnabnagar
বৈষ্ণবনগর হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভা করেন মিঠুন চক্রবর্তী

আজ দুপুরে বৈষ্ণবনগর হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভা করেন মিঠুন চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন প্রার্থী স্বাধীনকুমার সরকার, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। কমিশনের নির্দেশ অনুযায়ী জনসভায় ৫০০ জনের বেশি জমায়েত অনুমতি না থাকলেও মহাগুরুকে দেখতে ভিড় আছড়ে পড়ে ওই এলাকায়। এদিকে, মহাগুরুর এই সভাকে নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে জেলা তৃণমূল নেতৃত্ব।


বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, নির্বাচন কমিশনের নিয়ম নীতিকে মান্যতা দিয়েই সমস্ত কর্মসূচি পালন করা হচ্ছে। মিঠুনের সভার ক্ষেত্রেও সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ কিন্তু তাঁকে দেখতে প্রচুর মানুষ মাঠে হাজির হয়ে যায়৷ এই ঘটনার জন্য বিজেপি দায়ী নয়।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page