top of page

বিজেপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ধৃত ছয়

মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ৷ ধৃতদের আজ ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷


Six-arrested-for-shooting-BJP-candidate
তদন্তে নেমে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল পুরাতন মালদার সাহাপুর গ্রামপঞ্চায়েতের ঝন্টু বাজারে দলীয় নির্বাচনি কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা৷ বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷ সেই ঘটনার তদন্তে নেমে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ৷ গতকাল সারা রাত ধরে একের পর দুষ্কৃতীকে পুরাতন মালদার বিভিন্ন এলাকায় থেকে গ্রেফতার করা হয়৷




ধৃতদের নাম বিট্টু চৌধুরি (২০), আকাশ মণ্ডল (১৯), অর্জুন ঘোষ (৪৩), সায়ন সাহা (১৯), বিকাশ হালদার (২১) ও সুমন ঘোষ (২১)৷ ধৃতরা পুরাতন মালদা ও ইংরেজবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালবাবুকে খুন করার জন্য ধৃতরা মোটা অংকের সুপারি নিয়েছিল৷ ধৃতদের হেপাজত থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে৷ তবে এবিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page