Search
শহরে ছড়াচ্ছে করোনা, মাস্ক না পড়লে এবার কড়া পদক্ষেপ পুলিশের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 26, 2020
- 1 min read
Updated: Aug 7, 2020
গতকাল প্রকাশিত সরকারি বুলেটিনে জেলার মোট আক্রান্ত সংখ্যা ছিল ৪৮৯ জন। এরপর জেলায় আরও ২৪ জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন বেশ কিছু পুলিশকর্মী। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, সংক্রামিতদের জেলার কোভিড হাসপাতাল ও আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
দিনের পর দিন জেলায় বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। এই পরিস্থিতিতেও রাস্তায় মাস্ক ছাড়া ঘুরে থাকতে দেখা যাচ্ছে বহু মানুষকে। আজ শহরে বিশেষ অভিযানে নামল ইংরেজবাজার থানার পুলিশ। আজ জেলা প্রশাসনিকভবন চত্বর ও আদালত চত্বরে মাস্ক না পরায় ২০ জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।
[ আগের খবরঃ পুরাতন মালদার বিডিও সহ করোনা আক্রান্ত ২০ ]
জেলায় করোনা সংক্রামিতের সংখ্যা পাঁচশো পেরিয়ে গেছে। প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে করোনায় আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। তবু যেন হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। মাস্ক ছাড়া রাস্তায় বেড়িয়ে পড়ছেন অনেকেই। বাধ্য হয়েই বিশেষ অভিযান চালিয়ে মাস্ক ছাড়া রাস্তায় বেড়িয়ে পড়া ২০ জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।
টপিকঃ #CoronaVirus #CovidUpdate
Comments