top of page

আটশোর ঘর ছুঁয়ে ফেলেছে মালদা

ফের ৩৬৷ জেলায় মোট ৮১৮৷ করোনার লাগাম টানা দুষ্কর হয়ে পড়ছে৷ গোষ্ঠী সংক্রমণ যে শুরু, তা মেনে নিচ্ছে সবাই৷ কিন্তু প্রশাসন সেকথা এখনও স্বীকার করতে রাজি নয়৷ এরই মধ্যে আজ করোনা সংক্রমিত হওয়ার খবর মিলেছে চার পঞ্চায়েত প্রধান, এক জেলাপরিষদ সদস্য ও দু’জন জেলাপরিষদ সদস্যার স্বামীর৷ সংক্রমিত হয়েছেন কালিয়াচক থানার আইসি ও জেলা আদালতের নায়েব নাজিরেরও৷ এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়৷ আজই বন্ধ করে দেওয়া হয়েছে জেলা জজের নাজির অফিস৷গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩৬ জনের লালারসের নমুনায় করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ এই মুহূর্তে জেলায় মোট সংক্রমণের সংখ্যা ৮১৮৷ স্বাভাবিকভাবেই করোনা সংক্রমণের থেকে অনেক দ্রুতগতিতে ছড়াচ্ছে আতঙ্ক৷ দলীয় একের পর এক জনপ্রতিনিধির সংক্রমণে আতঙ্কের স্রোত বইছে তৃণমূল শিবিরে৷ এবার আতঙ্ক গ্রাস করেছে কালিয়াচক থানাতেও৷ জানা যাচ্ছে, প্রায় ১০-১২ দিন ধরে জ্বরে ভুগছিলেন আইসি৷ জ্বর না কমায় তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়৷ তাতেই ধরা পড়ে করোনা সংক্রমণ৷ ইতিমধ্যে তাঁর ঘর সিল করে দেওয়া হয়েছে৷ থানার প্রত্যেক পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারকে লালারসের নমুনা দিতে বলা হয়েছে৷ গোটা থানা স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু করার পাশাপাশি গত কয়েকদিনে আইসি কতজনের সংস্পর্শে এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে৷ এদিকে তৃণমূলের সংক্রমিত জনপ্রতিনিধিদের আজই মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে নিয়ে আসা হয়েছে৷ সেখানেই তাঁরা সবাই হোম আইসোলেশনে থাকবেন বলে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন জেলা জজের নায়েব নাজির৷ গতকালও তিনি নিজের দফতরে কাজ করেন৷ আজ তাঁর লালার নমুনা করোনা পজিটিভ আসে৷ সেকথা জানতেই বন্ধ করে দেওয়া হয়েছে আদালতের নাজির অফিস৷ এই ক’দিনে কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে৷ এই পরিস্থিতিতে সমস্ত আদালত কর্মীদের লালারসের নমুনা পরীক্ষার পাশাপাশি আদালতের সমস্ত ভবন স্যানিটাইজ করার দাবি উঠেছে৷


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page