কনটেনমেন্ট ঘোষণার পর এলাকায় পুলিশের মাইকিং
top of page

কনটেনমেন্ট ঘোষণার পর এলাকায় পুলিশের মাইকিং

ভিনরাজ্য ফেরত এক শ্রমিকের করোনা পজিটিভ রিপোর্ট আসতেই কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হল পুরাতন মালদার সাহাপুর গ্রামপঞ্চায়েতের চর কাদিরপুর গ্রামকে৷ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছে সংক্রমিতের বাড়ি। পাশাপাশি সংক্রমিতের পরিবারকে যেন কেউ ঘৃণার চোখে না দেখে তা নিয়ে মাইকিং করা হয়েছে এলাকায়।



উল্লেখ্য, গুজরাট থেকে ফিরে আসা এক শ্রমিকের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়ে৷ সংক্রামিত ব্যক্তিকে পরদিন স্থানীয় কোভিড হাসপাতালে নিয়ে যান স্বাস্থ্য দফতরের কর্মীরা৷ আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের সরকারি কোয়রান্টিন সেন্টারে নিয়ে যাওয়ার হয়৷ আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত শ্রমিকের বাড়ি ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের যেন কেউ ঘৃণার চোখে না দেখেন তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এলাকায়। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, আক্রান্ত ব্যক্তি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। তিনি বা তাঁর পরিবারের লোকজন বাড়ি ফিরে এলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। করোনা একটি সংক্রমিত রোগ। এই রোগের সঙ্গে আমাদের একত্রিত হয়ে লড়াই করতে হবে।






টপিকঃ #CoronaVirus

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page