লকডাউনের বিদ্যুৎ বিল মুকুব করার দাবি, বিক্ষোভ
জেলা নেতৃত্বের আহ্বানে মঙ্গলবাড়ি বিদ্যুৎ বণ্টন দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্মারক লিপি প্রদান করল পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেস কমিটি।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মালদা কেন্দ্রের বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি সভাপতি গোপাল সরকার, মালদা জেলা ছাত্র পরিষদের সভাপতি মন্তু ঘোষ সহ বিভিন্ন অঞ্চলের সভাপতি ও কর্মীবৃন্দ।
এই বিক্ষোভ কর্মসূচিতে প্রায় শতাধিক কংগ্রেস কর্মী প্রথমে মঙ্গলবাড়ি বিদ্যুৎ বণ্টন দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করার দাবি জানান। বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার জানান, যদি এই তিন মাসের বিদ্যুৎ বিল রাজ্য সরকার মুকুব না করে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। এছাড়া বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো অতিসত্বর সমাধান করতে হবে।
Comments