পরিযায়ীদের তথ্য জোগাড়ে নেমেছে কংগ্রেস
জেলার পরিযায়ী শ্রমিকদের জন্য হাইকোর্টের মামলার রায়ের ভিত্তিতে শ্রমিকদের তথ্য সংগ্রহ শুরু করেছে কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন দলের সাধারণ সম্পাদক মাসুদ আলম।
তিনি বলেন, মালদা জেলাকে গরিব রোজগার অভিযান যোজনায় অন্তর্ভুক্ত করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে জেলাশাসক সহ ১৫ জন বিডিওকে একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে৷ জেলাশাসক জানিয়েছেন, ১ লক্ষ ৪১ হাজার ২৮৫ জন শ্রমিককে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য কুপন দেওয়া হয়েছে৷ প্রায় ৫৯ হাজার শ্রমিককে স্নেহের পরশ প্রকল্পের আওতায় আনা হয়েছে৷ অথচ এখনও পর্যন্ত কেন্দ্রীয় প্রকল্পের আওতায় শ্রমিকদের নিয়ে আসা হয়নি৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছিলেন, জেলায় ২৫ হাজার পরিযায়ী শ্রমিক ফিরে এলেই সেই জেলাকে গরিব রোজগার অভিযান যোজনায় নিয়ে আসা হবে৷ এথেকেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার এক্ষেত্রে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়। হাইকোর্ট জানতে চেয়েছে, কেন এই জেলাকে কেন্দ্রীয় ওই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়নি৷ ৩ নভেম্বর রাজ্য সরকারকে আদালতে এই প্রশ্নের উত্তর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ হাইকোর্টের রায়ের ফলে দুই সরকারই নিজেদের দায়িত্ব পালন করবে৷ তাতে মালদার মানুষের উপকার হবে।
[ আরও খবরঃ পুজোতে শহরে ৫২টি ড্রপগেট থাকছে, সকালে বিসর্জন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments