পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে বচসা, আক্রান্ত বউদি
পানীয় জল ভরাকে কেন্দ্র করে দেওর ও বউদির মধ্যে বচসার জেরে দেওরের হাতে আক্রান্ত হলেন বউদি। আক্রান্ত বৌদির নাম রাজকুমারী মণ্ডল। বুধবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
রাজকুমারী মণ্ডলের মা উমা মণ্ডল জানান, বিয়ের পর থেকেই আমার মেয়ের উপরে অত্যাচার করত দেওর সুমন্ত মণ্ডল। জামাইবাবু মাঝেমধ্যেই বাইরে কাজ করতে যান। ঘটনার দিন বাড়িতে ছিলেন না তিনি। বাড়ির পাশে একটি কল রয়েছে সেখান থেকেই পানীয় জল আনতে হয় মেয়েকে। পানীয় জল আনতে গেলেই জল নিতে বাধা দেয় সুমন্ত। প্রতিবাদ করলেই কাঠের বাটাম দিয়ে আমার মেয়ের ডানহাতে আঘাত করে সুমন্ত। আহত অবস্থায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে সেখান থেকে ইংরেজবাজার থানায় এসে অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করি।
[ আরও খবরঃ আবাস যোজনায় নাম থাকলেও মেলেনি ঘর ]
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comentarios