top of page

জল খেতে চাওয়ার নামে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

এক যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর ২ গ্রামপঞ্চায়েতে।


ree

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বাবার বাড়িতে ঘুরতে যান ওই গৃহবধূ ও তাঁর স্বামী। অভিযোগ, পার্শ্ববর্তী রায়পুর চাই পাড়ার যুবক নারায়ণ মণ্ডল সেদিন রাত বারোটা নাগাদ জল খাওয়ার নাম করে দরজা খুলতে বলে। গৃহবধূ দরজা খুলতেই তাঁকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী ওই যুবককে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায়। নারায়ণ এধরনের ঘটনা এর আগেও ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ। আজ ওই যুবকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page