Search
রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধারে চাঞ্চল্য
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 8, 2021
- 1 min read
রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরে। রবিবার গভীর রাতে ওই ক্ষতবিক্ষত দেহ নজরে আসতেই পুলিশে খবর দেন স্থানীয়রা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে রেলপুলিশ।

প্রতীকী ছবি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। খুন না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বোঝা যাবে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
[ আরও খবরঃ অশ্লীল ছবি দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments