মেডিকেল কলেজে সাফাই অভিযানে নামল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে নামল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এনএসএসের ছাত্রছাত্রীরা। শনিবার সকালে হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে অংশগ্রহণ করে শতাধিক ছাত্রছাত্রী।
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জানান, বর্ষার এই সময়ে নানা রোগসংক্রমণ ছড়ায়। সেই রোগসংক্রমণ থেকে মুক্ত হতে মানুষ হাসপাতালে আসে। কিন্তু হাসপাতালেই যদি রোগের উৎস হয় তবে সমস্যায় পড়তে হবে সকলকে। তাই আজ তাঁরা মালদা মেডিকেল কলেজ চত্বরে সাফাই অভিযান করছেন। গত এক মাস ধরে শহরের বিভিন্ন এলাকায় তাঁরা সাফাই অভিযান চালিয়ে যাচ্ছেন।
Comentarios