top of page

বিধানসভার আগে কৃষি আইনকে হাতিয়ার করতে মরিয়া বামফ্রন্ট

নয়া কৃষি আইনের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সিআইটিইউ-র। আগামীকালও এই কর্মসূচি জারি থাকবে বলে সিআইটিইউ নেতৃত্বরা জানান।



আজ সকাল নয়টা থেকে মালদা শহরের রবীন্দ্রভবন মোড়ে জমায়েত করে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে সিআইটিইউ নেতৃত্বরা। পরে রেগুলেটেড মার্কেটে মিছিল করে গৌড়কন্যা বাস টার্মিনাসের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে সংগঠনের কর্মীরা। এই কর্মসূচিতে সামিল হয়েছিল শ্রমিক, কৃষক, খেতমজুর, ছাত্র, মহিলা, শিক্ষক, শিক্ষাকর্মী, কর্মচারী সংগঠনগুলি। অবরোধের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।




সংগঠনের পক্ষে কৌশিক মিশ্র বলেন, কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন। একই দাবিতে দিল্লিতে কৃষকরা আন্দোলন করে চলেছেন। আজ এই আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে পথ অবরোধ করা হয়েছিল। এই আইন প্রত্যাহার না হলে তাঁদের আন্দোলন চলতে থাকবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page