দোকানে বসে আড্ডা, প্রতিবাদ করে আক্রান্ত চা বিক্রেতা
চায়ের দোকানে বসে আড্ডা মারার প্রতিবাদ করায় আক্রান্ত চা বিক্রেতা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের গয়েশপুর এলাকায়। আক্রান্ত চা বিক্রেতা মোট পাঁচ জনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আক্রান্ত চা বিক্রেতার নাম আরমান সবজি। স্থানীয় গয়েশপুর এলাকায় চায়ের দোকান রয়েছে তাঁর। অভিযোগ, করোনার প্রকোপের মধ্যেই চায়ের দোকানে বসে মাঝেমধ্যেই আড্ডা মারত রহিত সবজি এবং তার বন্ধুরা। আজ সকালেও তারা চায়ের দোকানে আড্ডা মারছিল। প্রতিবাদ করায় রহিত সহ পাঁচজন আরমান সাহেবকে মারধর করে। ভেঙে দেওয়া হয় তাঁর চায়ের দোকানও। এই ঘটনার পর আক্রান্ত ওই চা বিক্রেতা পাঁচজনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments