top of page

বাড়ির সামনে ধরনায় প্রেমিকা, তালা মেরে বাড়ি ছাড়ল যুবক

স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়িতে ধরনায় বসল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে চাঁচলের কনুয়ার উত্তরপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র তীব্র উত্তেজনা ছড়িয়েছে চাঁচলে।


জানা গিয়েছে, গত দুই বছর ধরে এক যুবকের সঙ্গে নদীশিখ গ্রামের এক যুবতির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অভিযোগ, ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে। সম্প্রতি ওই যুবতি বিয়ের কথা বললে বিয়ে করতে রাজি হয়নি ওই যুবক। বারবার বিয়ের প্রসঙ্গ আনতে গেলেই টালবাহানা করে কাটিয়ে দিতে থাকে ওই যুবক। বাধ্য হয়ে স্ত্রীর মর্যাদা পেতে ওই যুবতি প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসে। যুবতিকে বাড়ির সামনে বসতে দেখে বাড়িতে তালা মেরে বাড়ি থেকে চলে যায় যুবকের পরিবারের লোকজন।



ওই যুবতির দাবি, দু’বছরের প্রেমের সম্পর্কে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। যদি ওই যুবক তাকে বিয়ে না করে তবে বাড়ির সামনেই আত্মহত্যা করবে সে।


[ আরও খবরঃ শীতের বনভোজনে নিষেধাজ্ঞা ইংরেজবাজার পুলিশের ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page