ডিম রান্না করা নিয়ে বচসা, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্ত্রী
রান্না নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা। অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্ত্রী। ঘটনাটি ঘটেছে চাঁচল-১ ব্লকের ভেবা এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
মৃত গৃহবধূর নাম সুমি পারভিন (২১)। চাঁচল-১ নম্বর ব্লকের ভেবা সংলগ্ন শেরবাবর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় বছর আগে ওই এলাকার মণিরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় সুমির। বিয়ের পর থেকে সুন্দরভাবে সংসার কাটছিল ওই দম্পতির। তাঁদের পাঁচ বছরের একটি মেয়েও রয়েছে। আজ সকালে ডিম রান্না নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে ঝামেলা হয়। এরপরেই বাড়ি থেকে বেড়িয়ে যান মণিরুল। এরপরেই সুমির ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
সুমির কাকা মানোয়ার হক জানান, বেলা ১২টা নাগাদ তিনি ফোনে জানতে পারেন, সুমি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি জানতে পেরেছেন, সকালে ডিম রান্না নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল। সেই অভিমানেই হয়তো সুমি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
[ আরও খবরঃ হাইকোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন মালদার যুবক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments