top of page

দোকানে হানা, মাদক বিক্রেতাদের কঠোর বার্তা পুলিশের

বিভিন্ন ধরনের মাদকের নেশায় ধ্বংসের পথে যুবসমাজ। এই যুবসমাজকে মাদক জাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে পথে নেমে সচেতনতার বার্তা দিল চাঁচল থানার পুলিশ। আজ চাঁচল থানার পুলিশ চাঁচলের রাস্তায় রাস্তায় ঘুরে জনগণকে মাদক জাতীয় দ্রব্য নিয়ে সচেতন করে। সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশন সংলগ্ন এলাকার দোকানগুলিতে মাদক জাতীয় দ্রব্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।


Chanchal Police raided shops and warn drug dealers
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পথে নেমে সচেতনতার বার্তা দিল পুলিশ

এদিনের সচেতনতামূলক র‍্যালিতে পা মেলান চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ। তিনি জানান, চাঁচলের বেশ কিছু এলাকায় ব্যাপকভাবে মাদক জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে। ফলে বেশ কিছু এলাকার স্কুল ও কলেজ পড়ুয়াদের পাশাপাশি যুব সমাজও ধ্বংসের পথে যাচ্ছে। এনিয়ে এর আগেও বহুবার সচেতন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় বেশ কিছু দোকানে হানা দিয়ে মাদক জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় মাদক জাতীয় দ্রব্য বিক্রি নিয়ে দোকানদারগুলিকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। নিয়ম না মানলে বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page