top of page

মাদক না পেয়ে গলায় ফাঁস যুবকের

পর্যাপ্ত মাদক পায় নি। আরও মাদক খুঁজতে থাকে মাদকাসক্ত। অবশেষে মাদক না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল যুবক। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার খেজুরিয়া নিউ কলোনি এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





মৃত যুবকের নাম দোলন সাহা (২৫)। বাড়ি খেজুরিয়া নিউকলোনি এলাকায়। পেশায় দিনমজুর। মৃতের কাকা নৃপেন সাহা জানান, দোলন ব্রাউন সুগারের নেশা করত। করোনা আবহে কাজ না থাকায় সেই নেশা করার জন্য টাকা পাচ্ছিল না। সোমবার রাতে কোনও জায়গা থেকে টাকা জোগাড় করে সামান্য মাদক নেয়। কিন্তু তাতে সন্তোষ না মেলায় ফের মাদকের জন্য ছটপট করতে থাকে। মাদক না পেয়ে ঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে দেয়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page