top of page

মিড-ডে মিল দুর্নীতি নিয়ে এবার মালদায় তদন্তে কেন্দ্রীয় দল

আবাস যোজনার পর মিড-ডে মিল দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাই করতে মালদার স্কুলগুলিতে হানা কেন্দ্রীয় দলের। আজ সকালে পাঁচ সদস্যের ওই কেন্দ্রীয় দল একাধিক স্কুলে যান। মিড-ডে মিল কর্মী, পড়ুয়া, শিক্ষকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। যদিও সংবাদমাধ্যমের সামনে এনিয়ে কোনো মন্তব্য করেননি ওই প্রতিনিধি দলের সদস্যরা।


আজ সকালে পুরাতন মালদার একটি হোটেলে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা৷ বৈঠক শেষে ওই কেন্দ্রীয় দলের সদস্যরা গাজোল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনে যান৷ ওই স্কুলের মিড-ডে মিলের নথিপত্র, রান্নাঘর খতিয়ে দেখে রাঁধুনিদের সঙ্গে কথা বলেন৷ ছাত্রছাত্রীদের থেকে কী কী খাবার দেওয়া হয় তাও শোনেন প্রতিনিধিদলের সদস্যরা। এমনকি পড়ুয়াদের ওজন আর উচ্চতা মেপে দেখেন৷ সেখান থেকে ওই প্রতিনিধি দল যায় আলাল হাইস্কুলে৷ সেখানেও স্কুলের পড়ুয়া, মিড-ডে মিলের রাঁধুনিদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ এরপর ওই প্রতিনিধি চাঁচল ও মালতিপুরে যায়। কিন্তু এনিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে রাজি হননি তাঁরা। কিছু বলতে চাননি অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরাও।



[ আরও খবরঃ বোর্ড লেখা ২৩০, স্কুলে উপস্থিত ১৩০। মিড-ডে মিল চুরির অভিযোগ কালিয়াচকে ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page