দুই লক্ষ টাকার গাঁজা উদ্ধার জেলায়
২০ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেপাজতের আবেদনে জেলা আদালতে পেশ করা হয়েছে।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল বাধাপুকুর এলাকায় একটি গাড়ি আটকে তল্লাশি চালিয়ে ২০ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকা। এই ঘটনায় উত্তম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি গাজোলের চিৎপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি গাজোল থেকে উদ্ধার হওয়া গাঁজা কালিয়াচকে নিয়ে যাচ্ছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে আজ পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments