মালদায় করোনা পরীক্ষার জন্য পুলিশ, সিভিকদের লালারস সংগ্রহ
top of page

মালদায় করোনা পরীক্ষার জন্য পুলিশ, সিভিকদের লালারস সংগ্রহ

পুলিশসুপার আগেই জানিয়েছিলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়া সমস্ত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের করোনা পরীক্ষা করা হবে। সেই নির্দেশে আজ চাঁচল থানার পুলিশকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও লালারসের নমুনা সংগ্রহ করল স্বাস্থ্য দফতর। বুধবার থানা প্রাঙ্গণে থানার সমস্ত পুলিশকর্মী, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার, পুলিশের গাড়িচালক সহ সকলের লালারসে নমুনা সংগ্রহ করে মালদা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


call-for-tests-for-frontline-police

উল্লেখ্য, করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের মধ্যে রয়েছেন পুলিশকর্মীরাও। করোনা সংক্রমিতদের সরাসরি সংস্পর্শে আসতে হচ্ছে পুলিশকর্মীদের। সংক্রমিতদের থেকে পুলিশকর্মীদের মধ্যে সংক্রমণ হয়েছে কিনা, কোনও পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে সমস্ত পুলিশকর্মীদের লালারসের পরীক্ষা করা হবে বলে জানিয়েছিলেন পুলিশসুপার। বেশ কয়েকটি থানার পুলিশকর্মীদের করোনা পরীক্ষা হয়েছে। আজ চাঁচল থানার পুলিশকর্মীদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়।




বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page