ব্যবসায়ীকে গুলি করে খুন, উত্তেজনা কালিয়াচকে
ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ কালিয়াচকে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শেরশাহী সংলগ্ন এলাকায়।
মৃত ব্যক্তির নাম সোহেল শেখ (৩২)। বাড়ি কালিয়াচক থানার শেরশাহী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় বাজার থেকে স্ট্যান্ডের দিকে আসছিলেন সোহেল। অভিযোগ, সেই সময় কেউ বা কারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। সেখান থেকে তাঁকে মালদা মেডিকেলে রেফার করা হয়। মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকরা সোহেলকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments