শাক তুলতে গিয়ে বিস্ফোরণ, সাত জার বোমা উদ্ধার
বছরের শেষ দিনেও বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে চাঁচলের জালালপুর এলাকার ভাটো এলাকায়। ঘটনার পর ওই এলাকার তল্লাশি চালিয়ে সাত জার বোমা উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রান্না করার জন্য বাড়ির পাশের সরষের জমিতে শাক তুলতে যান বেরাদুন খাতুন নামে এক মহিলা। শাক তুলতে গিয়ে দুর্ঘটনাবশত বোমা বিস্ফোরণ হয়ে আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, ঘটনার খবর পৌঁছয় চাঁচল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু অধিকারী সহ অন্যান্য পুলিশকর্মীরা। ঘটনার পর ওই এলাকার বাসিন্দা তফিজুদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে সাত জার বোমা উদ্ধার হয়েছে। তবে এখনও পর্যন্ত তফিজুদ্দিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড।
[ আরও খবরঃ এককথায় ২০২০ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント