top of page

মহানন্দার ঘাটে কুকুরে খুবলে খাওয়া সদ্যোজাতের লাশ

কুকুরে খুবলে খাওয়া অবস্থায় নদীর পাড় থেকে এক সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে, মালদা শহরের মকদমপুর কামারপাড়া এলাকার মহানন্দা নদীর ঘাটে।


Body of newborn baby found in Mahananda River
পুলিশ জানিয়েছে, মৃতদেহটি কোনো সদ্যোজাত পুত্র সন্তানের। ছবিটি প্রতীকী


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নদীতেই সদ্যোজাত দেহটি ভেসে আসার পর কামারপাড়া এলাকার নদীর পাড়ে আটকে যায়। তখন একটি কুকুর ওই সদ্যোজাতের মৃতদেহটি খুবলে খেতে শুরু করে। কুকুরটিকে তাড়িয়ে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।



ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অন্য কোনো জায়গা থেকে শিশুর মৃতদেহটি ভেসে এসেছে। এই মৃতদেহটি সদ্যোজাত পুত্র সন্তানের। দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page